অন্যতম আসামি আহসান উল্লাহ গ্রেপ্তার

রোহিঙ্গা নেতা আতাউল্লাহ হত্যা

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১০:০৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত সাবেক হেড মাঝি আতাউল্লাহ হত্যা মামলার অন্যতম আসামি আহসান উল্লাহকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের দক্ষিণ পাহাড়তলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উখিয়া ক্যাম্প ১৯, ব্লক/৮ এর বাসিন্দা কাদের হোসেনের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

জানা যায়, গত ২৫ নভেম্বর সকাল অনুমান ৮টায় উখিয়ায় পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্প১৯ এ সাবেক হেড মাঝি আতাউল্লাহকে কুপিয়ে হত্যা করে আরসার সদস্যরা। পরবর্তীতে নিহতের ছেলে বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭৮ জনকে আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

এর পরিপ্রেক্ষিতে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ওই হত্যাকাণ্ডের অন্যতম আসামি আহসান উল্লাহকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা ১ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেলে এক মাসে চার কোটি টাকার টোল