অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি যুবক কারাগারে

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ২২ মার্চ, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি মারায় গিয়াস উদ্দিন (৩২) নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া মেম্বার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অন্তঃসত্ত্বা ওই নারীর স্বামী জাকির হোসেন বলেন, আমার মামাতো ভাই সেলিম উদ্দিন ও তার স্ত্রী তছলিমা আক্তারের মধ্যে কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ মীমাংসার জন্য তারা গত শুক্রবার গারাঙ্গিয়া বড় হুজুরের নাতি মামুন হুজুরের নিকট যায়। তখন মামুন হুজুর ফোন করে আমাকে সেখানে ডেকে নেন। ওই সময় সোনাকানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গারাঙ্গিয়া বড় হুজুরের বাড়ি এলাকার আলী হোসেনের পুত্র গিয়াস উদ্দিনও সেখানে উপস্থিত ছিল। সেলিম ও তার স্ত্রীর বিরোধ মীমাংসার বিষয়ে কথা উঠলে গিয়াস উদ্দিন তছলিমার পক্ষ নিয়ে কথা বলেন। আমি সেলিমের পক্ষে কথা বলি। একই সাথে এলাকার মেম্বার ও সেলিম অনুপস্থিত থাকায় বিষয়টি নিয়ে এক সপ্তাহ পরে পুনরায় বসতে বলে চলে আসি।
তিনি বলেন, আমি সেলিমের পক্ষে কথা বলায় গিয়াস আমার ওপর ক্ষিপ্ত হয়ে দেখে নেয়ার হুমকি দেয়। এরই অংশ হিসেবে গিয়াস গত শনিবার দুপুরে ২ জন সহযোগীসহ লোহার রড ও লাঠিসোটা নিয়ে আমার বাড়িতে আসে। গালিগালাজ করলে আমি বের হয়ে তার কথার প্রতিবাদ করি। তারা আমাকে লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় আমার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আমাকে বাঁচাতে এগিয়ে এলে গিয়াস ও তার সহযোগীর তাকে পেটে লাথি মেরে ফেলে দেয়। আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে গিয়াসকে আটক করে। অন্য দুজন পালিয়ে যায়।
তিনি জানান, পেটে লাথি মারার পর থেকে আমার স্ত্রীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গারাঙ্গিয়া এলাকায় অন্তঃসত্ত্বা এক নারীর পেটে লাথি মেরে আহত করার ঘটনায় এলাকার লোকজন গিয়াস উদ্দিন নামের এক যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই নারীর স্বামী জাকির হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত গিয়াসকে গতকাল আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’ সম্মাননা পেলেন ভূমিমন্ত্রী
পরবর্তী নিবন্ধশুরুর তারিখ পিছাল, কমেছে সময়সীমা