অনেক রেকর্ড ভাঙলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২৬ পূর্বাহ্ণ

একটা সময় মাঠে নামলেই সেঞ্চুরি হাঁকাতেন বিরাট কোহলি। সেঞ্চুরি করাই যেন তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। সেই কোহলি অনেক ধরেই শতকের দেখা পাচ্ছিলেন না। গত রোববারের আগে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালের ১৫ নভেম্বর। অবশেষে কোহলির আক্ষেপ ঘুচেছে। ১৪ মাস পর ফের সেঞ্চুরি পেয়েছেন বিরাট কোহলি। রোববার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতিয়ে (৬ উইকেটে) মাঠ ছেড়েছেন ভারতীয় ডানহাতি ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে এক সেঞ্চুরি হাঁকিয়ে বেশ কয়েকটি রেকর্ড করেছেন কোহলি। যে সব রেকর্ড ভেঙ্গেছেন কোহলি তার মধ্যে রয়েছে ওয়ানডেতে বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে ১৪০০০ রানের মাইলফলক স্পর্শ করা। ২৮৭ ইনিংস খেলে বিশ্বের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর আগে ৩৫০ ইনিংস খেলে ১৪০০০ রান করেছিলেন ভারতীয় দলে তার সতীর্থ শচিন টেন্ডুলকার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খুশদিল শাহ এর ক্যাচ নিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ১৫৮টি ক্যাচ (উইকেটরক্ষক নন, এমন ক্রিকেটারদের মধ্যে) নেওয়ার রেকর্ড করেছেন কোহলি। জাতীয় দলে তার পূর্বসূরি মোহাম্মদ আজহার উদ্দিনের ১৫৬ ক্যাচের রেকর্ডকে পেছনে ফেলেছেন তিনি।

সামপ্রতিক সময়টায় খুব একটা স্বস্তিতে ছিলেন না তিনি। বোর্ডারগাভাস্কার ট্রফিতে প্রথম টেস্টে সেঞ্চুরির পর বাকিগুলোয় ভালো করতে পারেননি। আঙুল উঠেছে তার দিকে ও রোহিত শার্মাসহ সিনিয়র ক্রিকেটারদের দিকে। সবদিক থেকেই চাপ বাড়ছিল। কিন্তু কোহলি ঠিকই প্রমাণ করলেন, তার ফুরিয়ে যাওয়া এখনও অনেক দূরের পথ। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। যেখানে সেমিতে জায়গা করে নেওয়ার ব্যাপার ছিল। সেখানে এভাবে ব্যাট করতে পেরে ভালো লাগছে বলেও জানান কোহলি। রোহিতের বিদায়ের পর দলের প্রয়োজনে অবদান রাখতে পেরেও ভালো লাগছে।

গত ম্যাচ থেকে যা কিছু বুঝতে পেরেছিলাম তা কাজে লাগাতে হতো। টানা দুই জয়ে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করেছে ভারত। পরের ম্যাচের আগে তারা বিরতি পাচ্ছে ছয় দিনের। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের লড়াই আগামী রোববার। এই বিরতি নিয়ে বেশ এক চোট মজাও করলেন তিনি ম্যাচ শেষে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবোয়ালখালী উপজেলা একাদশ ফাইনালে