প্রথমবারের মতো ফাইনালে ওঠার হাতছানি ছিলো ব্রাজিল অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের সামনে। তাদের সেই স্বপ্ন চূর্ণ করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গেলো অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন জাপান। সেমিফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে জাপানের তরুণীরা। অন্য সেমিফাইনালে নেদারল্যান্ডসকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন অনূর্ধ্ব-২০ নারী দল। শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে স্পেন ও জাপান। ২০১৮ সালে হওয়া এই বিশ্বকাপের সবশেষ আসরেও ফাইনাল খেলেছিল এ দুই দল। যেখানে ৩-১ গোলে জিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল জাপান। কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩০ মিনিটে প্রথম গোল করে লিড নেয় জাপান। গোল করেন ইউজুকি ইয়ামামোতো। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে সমতা আনেন ব্রাজিলের মিরিনা ক্রিশ্চিনা কাভালকান্তে। এরপর একের পর এক চেষ্টা করেও লিড নিতে পারেনি ব্রাজিল। খেলার ৮৪ মিনিটে মাইকা হামানোর গোলে ফাইনালে টিকিট নিশ্চিত করে জাপান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ফাইনালে উঠলো তারা। এর আগে ২০১৮ সালে হওয়া সবশেষ আসরে প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত করেছিল জাপান।