অনূর্ধ্ব-১৮ জুডো প্রশিক্ষণার্থীদের জ্ঞাতার্থে

| মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

জাতীয় ক্রীড়া পরিষদ ২০২০-২০২১ অর্থবছরে ‘তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব-১৮ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি’ গ্রহণ করেছে। উক্ত কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জুডো কমিটির ব্যবস্থাপনায় জুডো ইভেন্টে ১০ দিন ব্যাপি এক প্রশিক্ষণ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শীঘ্রই অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী জুডো খেলোয়াড়দের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ আগামী ১২ জুন শনিবার দুপুর ২টার মধ্যে সিজেকেএস কার্যালয়ে জুডো কমিটির সম্পাদক সৈয়দ জিয়া উদ্দীন সোহেল এর নিকট নাম জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এখানে উল্লেখ্য প্রশিক্ষণার্থীদের বয়স ১৪ হতে ১৮ বৎসর বালক/বালিকা। প্রশিক্ষণার্থীর সংখ্যা ১৬ জন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোপা আমেরিকায় খেলবে আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধমিঠুনের ফিফটি, রুবেলের ৪ উইকেটে তামিমদের জয়