বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় গতকাল বুধবার থেকে চিটাগাং ক্লাব স্পোর্টস কমপ্লেঙে দ্বিতীয় অনূর্ধ্ব–১৮ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে প্রথম খেলায় বিকেএসপি দল দল ৪৯–১০ পয়েন্টে খুলনা জেলা দলকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় রাজশাহী জেলা দল ৫২–২০ পয়েন্টের ব্যবধানে চাঁদপুর জেলা দলকে পরাজিত করে। ৩য় খেলায় বিকেএসপি দল ৩৯–০৮ পয়েন্টের ব্যবধানে যশোর জেলা দলকে পরাজিত করে এবং ৪র্থ খেলায় খুলনা জেলা দল ৪১–৩৫ পয়েন্টের ব্যবধানে ঢাকা জেলা দলকে পরাজিত করে। বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার। বিশেষ অতিথি হিসেবে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ঘোষনা করেন চিটাগাং ক্লাব লিমিটেডের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ–সভাপতি ও সিসিএল বাস্কেটবল বিভাগের মেম্বার ইনচার্জ ইমতিয়াজ হাবিব রণী, বীর মুক্তিযোদ্ধা মইনুল আহসান মঞ্জু, মোস্তফা জাবেদ মহিউদ্দিন, ফেডারেশনের সদস্য সালাউদ্দিন আহমেদ, সদস্য ফজল রায়হান, সাবেক সিসিএল ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), চিটাগাং ক্লাব নির্বাহী কমিটির সদস্য আবু আহমেদ হাসনাত, মোহাম্মদ ইয়াকুব,সদস্য সুলতানুল আবেদীন চৌধুরী, ফজল রব্বান সুইট প্রমুখ।