অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম জেলা পর্যায়ের খেলা শুরু

| শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়াপঞ্জি অনুযায়ী জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ও বালিকা (অনূর্ধ্ব১৭) উদ্বোধন করা হয়েছে নগরী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে। টুর্নামেন্টে চট্টগ্রাম জেলার সকল উপজেলা ও মহানগর হতে ৪২ টি বালক ও বালিক দল অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতা নক আউট পদ্ধতিতে পরিচালিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা পর্যায়ের খেলা উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. কামরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার চট্টগ্রাম আবদুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শারিরীক শিক্ষা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস. এম. গিয়াসউদ্দিন বাবর, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলাম। খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মো. সাইফুল্ল্যা মুনির, চঞ্চল বিশ্বাসসহ অনেকে। বিভাগীয় পর্যায়ের খেলা আগামী ৩ ফেব্রুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধছেলেদের বিপিএল শেষে হবে তিন দলের উইমেন’স বিপিএল
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীর প্রথম জয়