অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা শুরু

| মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩১ পূর্বাহ্ণ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে “তারুণ্যের উৎসব” উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়াপঞ্জি অনুযায়ী জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (১৭) এর শুভ উদ্বোধন গতকাল সোমবার নগরীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হয়েছে। টুর্নামেন্টে চট্টগ্রাম জেলার সকল জেলা ও মহানগরসহ ২৪টি বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। ৬ দিনব্যাপী এই টুর্নামেন্টটি নক আউট পদ্ধতিতে পরিচালিত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. রিদুয়ানুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস. এম. গিয়াসউদ্দিন বাবর, লক্ষীপুর জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন আর রশিদ, ফেনী জেলা ক্রীড়া অফিসার হীরা আকতার, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আকতার বিউটি, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলাম ও যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রভাষক মো. সাইফুল্ল্যা মুনির, মো. জহিরুল ইসলাম, চঞ্চাল বিশ্বাস প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে জাফরুল ইসলাম চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধঢাকাকে হারিয়ে চট্টগ্রামের শিরোপা লাভ