শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ইয়েমেন। বাংলাদেশের যুবারা লড়তে পারবে কিনা সেই শঙ্কা ছিল আগেই। শেষ পর্যন্ত পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। হেরেছে বড় ব্যবধানেই। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে গত রোববার বাংলাদেশকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়েমেন অনূর্ধ্ব-১৭ দল। এই জয়ের ফলে ‘ই’ গ্রুপে তিন ম্যাচের তিনটিই জিতে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করে ফেলেছে ইয়েমেন। অন্যদিকে সমান ম্যাচে দুই জয়, এক হার সঙ্গী হওয়া বাংলাদেশের জন্য বেশ কঠিন হয়ে গেছে বাছাই পার হওয়া। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২৮ মিনিটে তুয়াইকি এগিয়ে দেন ইয়েমেনকে। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নোমান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান ৩-০ করেন কাশেম। দ্বিতীয়ার্ধে অবশ্য বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। তবে সেগুলো কাজে লাগাতে পারেনি। বরং ৭৮ মিনিটে আমেরের গোলে ব্যবধান আরও বাড়ায় ইয়েমেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।