অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে খাগড়াছড়ির জয়

| শুক্রবার , ২০ জানুয়ারি, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৬ ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম ভেন্যুর খেলায় খাগড়াছড়ি জয়লাভ করেছে।

সাগরিকার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় খাগড়াছড়ি ৩৪ রানে কক্সবাজার জেলাকে পরাজিত করে। টসে জিতে খাগড়াছড়ি প্রথমে ব্যাট করতে নামে।

৩৮.৫ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ১২৩ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে কক্সবাজার ৩৭.৩ ওভার খেলে ৮৯ রানে অল আউট হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগে বন্দর ও বাঁশখালীর জয়লাভ
পরবর্তী নিবন্ধমহানগরী কিশোর ফুটবল লিগের ফাইনাল কাল