বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৫–২৬ ক্রিকেট মৌসুমের প্রস্তাবিত ক্যালেন্ডার অনুযায়ী বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট চলতি মৌসুমের অক্টোবর থেকে শুরু হচ্ছে। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে প্রাথমিক বাছাই আগামী ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ক্রিকেট নেটে সাদা পোষাকে অনুষ্ঠিত হবে। অংশগ্রহনেচ্ছুক অনূর্ধ্ব–১৮ ক্রিকেট খেলোয়াড়দের আগামী ১৬ আগস্ট সকাল ৮.৩০টা, অনূর্ধ্ব–১৬ ক্রিকেট খেলোয়াড়দের আগামী ১৭ আগস্ট সকাল ৮.৩০টা এবং অনূর্ধ্ব–১৪ ক্রিকেট খেলোয়াড়দের আগামী ১৮ আগস্ট সকাল ৮.৩০টায় জেলা ক্রিকেট কোচ শেখ মাহাবুবউল করিম মিঠু (মোবাইল ০১৮১৯৬২৭৬৭৬) এর নিকট রিপোর্ট করার জন্য বলা হয়েছে। এখানে উল্লেখ্য অনুর্ধ্ব–১৪, অনুর্ধ্ব–১৬ এবং অনুর্ধ্ব–১৮ বয়স ভিত্তিক দলের অংশগ্রহণকারী খেলোয়াড়ের বয়স নিম্মোক্ত সাল অনুযায়ী নির্ধারিত হবে। অনূর্ধ্ব–১৪ : ১ সেপ্টেম্বর ২০১১ইং বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়, অনূর্ধ্ব–১৬ : ১ সেপ্টেম্বর ২০০৯ইং বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়,অনূর্ধ্ব–১৮ : ১ সেপ্টেম্বর ২০০৭ইং বা তার পরবর্তীতে জন্মগ্রহণকারী খেলোয়াড়। প্রাথমিকভাবে মনোনীত বা বাছাইকৃত খেলোয়াড়কে খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরম পূরণ করে বসয়নির্ধারণী মেডিকেল টেষ্টের দিন যথা সময়ে উপস্থিত থাকতে হবে। প্রত্যেক খেলোয়াড়কে মেডিকেল ফরমের সাথে অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন, পি.এস.সি/ জে.এস.সি রেজিস্ট্রেশন/ সার্টিফিকেট এবং প্রযোজ্য ক্ষেত্রে এস.এস.সি রেজিস্ট্রেশন/ সার্টিফিকেট প্রদান করতে হবে। প্রত্যেক খেলোয়াড়কে সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট ও ৩ কপি স্টাম্প সাইজের ছবি খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরমে নির্দিষ্ট স্থানে লাগাতে হবে। যদি উল্লেখিত তারিখ ও সময়ে বৃষ্টি হয় তবে খেলোয়াড় বাছাই কার্যক্রম সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে।