অনুশীলন সাংস্কৃতিক সংসদ চট্টগ্রামের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান গত ২ সেপ্টেম্বর চান্দগাঁও পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শে দেশ গড়তে হলে আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুশীলনের সাধারণ সম্পাদক মুক্তার বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা পর্বে সভাপতিত্ব করেন অনুশীলনের সভাপতি স্থপতি বিজয় তালুকদার। এতে বিশেষ অতিথি ছিলেন কবি হাফিজ রশিদ খান ও শাহিদ হাসান, অনুশীলনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী প্রমেন বড়ুয়া, উপদেষ্টা তাপস বড়ুয়া, নিরু কুমার দাশ, লায়ন শান্তা বড়ুয়া, উত্তম কুমার নাথ, প্রকৌশলী সমীরণ বড়ুয়া প্রমুখ।
বক্তব্য রাখেন সুষ্মিতা দে, উম্মে হোজাইফা আপসা সাথী, আরাধনা চৌধুরী রোদেলা, শিল্পী তমা দাশ ও সুমন দে, আনন্দ প্রকৃতি, সুমন দে, শিপন দাশ, মো. নুর বাদশা ও শিমুল বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।