অনুশীলন শুরু করেছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৮ জানুয়ারি, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দলগতভাবে এখনো অনুশীলন শুরু করেনি বাংলাদেশ। তবে ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেছে। এরই মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার অনুশীলনে নেমে পড়েছে। আর সে দলে এবার যোগ দিলেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার ৯৬ ঘন্টার ব্যবধানে মাঠে নেমে পড়েছেন সাকিব। যদিও তার আগে অনুশীলন শুরু করেছেন মুশফিকুর রহীম, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও কয়েকজন। গতকাল সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্যাট-বল হাতে উপস্থিত বিশ্বসেরা অলরাউন্ডার।
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে খেলেছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে। তারও প্রায় দুই মাস আগে বিকেএসপিতে দুই সপ্তাহের এক নিবিড় অনুশীলন করেছেন। তবে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। সে আসরের ৯ ম্যাচে ১১০ রান ও ৬ উইকেট ছিল সাকিবের নামের পাশে। এরপর শ্বশুরের অসুস্থতার খবর পেয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল না খেলেই ফিরে যান যুক্তরাষ্ট্র। গত রোববার সকালে আবার দেশে ফিরে এসেছেন সাকিব। আগামী ১০ জানুয়ারি আনুষ্ঠানিক প্রস্তুতির শুরু করবে টাইগাররা। মূলত আন্তর্জাতিক আসরে নিজেকে ফিরে পেতেই তৈরি করতে চান সাকিব। নিজের সেরাটা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান এই বিশ্বসেরা অল রাউন্ডার।

পূর্ববর্তী নিবন্ধরিচ ব্রাদার্স একাডেমি ও ঢাকা সিটি ক্লাব জয়ী
পরবর্তী নিবন্ধমানবাধিকার কমিশন পাহাড়তলী থানা কমিটির পরিচিতি সভা