অনুশীলনে আঙ্গুলে ব্যথা পেলেন তামিম

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১০ জানুয়ারি, ২০২৪ at ৯:৪১ পূর্বাহ্ণ

সেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে মাঠের বাইরে তামিম ইকবাল। পরে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হোম এবং এওয়ে সিরিজ না খেলা সহ দীর্ঘ দিন মাঠের বাইরে তামিম। তবে ঘোষণা দিয়েছিলেন বিপিএল দিয়ে মাঠে ফেরার । সে কথার সূত্র ধরে ৪৮ ঘণ্টা আগেই ব্যাট হাতে মাঠে ফিরে এসেছেন তিনি। বিপিএলটা মন দিয়ে খেলবেন সে চিন্তায় অন্তত ৮ থেকে ১০ সেশন ব্যাটিং অনুশীলন করার লক্ষ্যেই ব্যাটিংটা ঝালিয়ে নিতে আবার মাঠে ফিরেছিলেন তামিম ইকবাল। কিন্তু মাঠে ফেরার তৃতীয় দিনেই গতকাল হাতে ব্যাথা পেয়ে গেলেন দেশ সেরা এই ওপেনার। গতকাল মঙ্গলবার নেটে তাসকিন আহমেদের বল স্বাভাবিকের চেয়ে একটু বেশি লাফিয়ে উঠে গিয়ে লাগে তামিমের বাঁহাতের তর্জনিতে। ব্যাথা পাওয়ার পর প্রাথমিকভাবে পরের বল খেলার প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু পরের বল না খেলে হঠাৎই ইনডোরের ভেতরে চলে যান তামিম। ফিজিও বায়েজিদুল ইসলাম সেখানে তাকে বেশ কিছুক্ষণ শুশ্রুষা করেন। পরে তামিমকে হাতে ব্যান্ডেজ নিয়ে মিরপুর স্টেডিয়াম ছাড়তে দেখা যায়। হাতে ব্যান্ডেজ কেন? আঘাত কি খুব বেশি ? তেমন প্রশ্নের জবাবে ফিজিও বায়েজীদ জানান না তেমন সিরিয়াস কিছু না। হাতে ফোলা যেন না বাড়ে সেজন্য তাকে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে তামিম আজ থেকে আবার ব্যাট করতে পারবে। পরে জানা গেছে তামিম ভাল আছেন। সুস্থ আছেন। বাঁহাতের তর্জনীতে বড় ধরনের কোন সমস্যা নেই। তিনি সম্পূর্ন সুস্থ অবস্থায় রয়েছেন। এবারের বিপিএলে তামিমের দল ফরচুন বরিশাল।

পূর্ববর্তী নিবন্ধচসিকের প্রকৌশলীদের নিয়ে জিপিএইচ ইস্পাতের সেমিনার
পরবর্তী নিবন্ধব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ক্রিকেট কমিটি গঠিত