চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে ২ প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে। আজ রবিবার দুপুরে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ গাছবাড়িয়া কলেজ গেটস্থ মক্কা এলপিজি অটো গ্যাস স্টেশনে অভিযান পরিচালনা করেন।
এ সময় ডিজেল ও অকটেন পরিমাপে কম দেওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘন করার অপরাধে ৪৬ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একইদিন দি ন্যাশনাল এগ্রো ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দীর্ঘদিন ধরে বিএসটিআই অনুমোদন ব্যতীত বোতলজাত পানি বিক্রি করায় বিএসটিআই আইন ২০১৮ এর ১৫(১) ধারা লঙ্ঘন করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত টাকা ঘটনাস্থলেই আদায় করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। অভিযানে চন্দনাইশ থানার একটি টিম, বিএসটি আই ফিল্ড অফিসার রাজীব দাশ গুপ্ত ও পরিদর্শক সজীব চৌধুরী এবং ভূমি অফিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।