অনুমোদন ছাড়া জারে পানি বিক্রি, কারখানা মালিককে জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

প্লাস্টিকের বড় জারে ভরে অনেকদিন ধরে পানি বিক্রি ও বাজারজাত করে আসছিল সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় অবস্থিত নীল প্রিমিয়ার ওয়াটার সাপ্লাই নামক একটি পানির কারখানা। বিএসটিআইয়ের কাছ থেকে অনুমোদন না নিয়েও পানি ভর্তি সেই জারে ব্যবহার করছিল বিএসটিআইয়ের লোগো সম্বলিত স্টিকার। কারখানাটি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া পানি বিক্রি করলেও অবশেষে ধরা পড়েছে ভ্রাম্যমাণ আদালতের হাতে।

গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভিযুক্ত এ কারখানা মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই কর্মকর্তা মো. মাহফুজুল রহমান, ফিল্ড অফিসার (সিএম) মো. জিল্লুর রহমান প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কারখানাটি দীর্ঘদিন ধরে জারে ও বোতলে ভরে পানি বিক্রি এবং বাজারজাত করছিল। অভিযানকালে অনুমোদন ছাড়া পানি বিক্রির অপরাধে কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১২ হারানো ফোন উদ্ধার, ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধবৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভা