নগরের কাজীর দেউড়ি মোড় সংলগ্ন সমাদর ক্লাবের পাশে অনুমোদনহীন স্থানে গরু বিক্রির অপরাধে শেঠ এগ্রোকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সেখানে বিক্রির জন্য রাখা গরুগুলোকে চসিকের অনুমোদিত বাজারে নিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। গতকাল বুধবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। শেঠ এগ্রোর মালিক জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার সোলায়মান আলম শেঠ। জানা গেছে, নগরে চসিকের ব্যবস্থাপনায় এবার স্থায়ী–অস্থায়ী ১০টি কোরবানির পশুর হাট বসেছে। ওসব বাজারে গরু না নিয়ে কয়েকদিন আগে কাজীর দেউড়ি সমাদার ক্লাবের পাশে খালি প্লটে গরু এনে বিক্রির জন্য রাখা হয়। করা হয় আলোকসজ্জ্বাও। গত শুক্রবার থেকে এ কার্যক্রম শুরু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে সেখানে শেঠ এগ্রো লিমিটেড ফার্মের ব্যানার টাঙানো হয়। চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নির্ধারিত বাজার ছাড়া যেখানে সেখানে গরু বিক্রি করা যাবে না। কারো এগ্রো ফার্ম থাকলে ফার্মটি যে ঠিকানায় নিবন্ধন করা সেখানেই বিক্রি করতে হবে।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, অভিযানে অননুমোদিত স্থানে কোরবানি পশু বিক্রির দায়ে শেঠ এগ্রোকে জরিমানার পাশাপাশি পশুগুলো বাজারে নেয়ার নির্দেশনা প্রদান করা হয়।