অনুমোদনহীন ইন্ডাস্ট্রিয়াল লবণ মোড়কজাত করে বিক্রি

বিএফসি ফুড প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৭:১৮ পূর্বাহ্ণ

ইন্ডাস্ট্রিয়াল লবণ মোড়কজাত করে আয়োডিনযুক্ত লবণ ও বিএসটিআই অনুমোদিত বলে বিক্রির দায়ে নগরীর বহদ্দারহাটের বিএফসি ফুড প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।

গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেবন সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, রানা দেবনাথ এবং বিসিকের বিভিন্ন কর্মকর্তাও কর্মচারী উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বহদ্দারহাটের বিএফসি ফুড প্রোডাক্টসকে ইন্ডাস্ট্রিয়াল লবণ মোড়কজাত বিক্রির দায়ে ২ লাখ জরিমানা করা হয়েছে। বিসিকের পরীক্ষায় তাদের লবণে আয়োডিনের অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া বিএসটিআইয়ের অনুমোদনও ছিল না। শুধু লবণ নয়, সয়াবিন তেল, সরিষা তেল, পামঅয়েল, চিনিগুঁড়া চাল, ডাল, আটা, ময়দা, চিনি, সাবানসহ বিভিন্ন পণ্য বাজার থেকে কিনে নিজেদের নামে মোড়কে ভরে বিক্রি করলেও তাদের কোনো পণ্যেরই বিএসটিআইর অনুমোদন নেই। কিন্তু মোড়কে লেখা বিএসটিআই অনুমোদিত। বিএসটিআই অনুমোদন করলেই তারা পণ্য বাজারজাত করতে পারবে। ইন্ডাস্ট্রিয়াল লবণ বিসিকের মাধ্যমে জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপড়ানোর নামে বাসায় ডেকে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা বিএনপির ২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার