অনিয়মের অভিযোগ, বাঁশখালীতে দুই খাদ্য ডিলারকে জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:২২ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার কর্তৃক চাল বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। গতকাল বুধবার সকালে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম পুইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার ও ছনুয়া ইউনিয়নের আব্দুল্লার দোকান এলাকায় খাদ্যবান্ধব ডিলার কর্তৃক চাল বিক্রির কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম নাপোড়া বাজারে বিতরণকৃত ৪ জন উপকারভোগীর বস্তায় ২০০৪০০ গ্রাম চাল কম পাওয়ায় সংশ্লিষ্ট ডিলারকে ৫ হাজার টাকা ও ছনুয়া ইউনিয়নস্থ ডিলারের মাস্টার রোল, স্থিত বস্তা ও খালি বস্তায় কিছু অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় সে ডিলারকে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তিনি ডিলারদের যথাযথ নিয়ম মেনে চাল বিক্রির জন্য সতর্ক করেন। তা না করলে ভবিষ্যতে ডিলারশিপ বাতিব হলে বলে সর্তক করেন।

পূর্ববর্তী নিবন্ধনারী উদ্যোক্তাদের নিয়ে সামনে এগিয়ে যেতে চায় চিটাগাং উইম্যান চেম্বার
পরবর্তী নিবন্ধচুয়েটে রিমোট সেন্সিং অব দ্য আর্থস ইনোস্ফিয়ার শীর্ষক সেমিনার