বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ও অনিরূদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। ইতিমধ্যে খাগড়াছড়ি জেলার সাজেক অঞ্চলে লক্ষীছড়ি বানরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালখালী উপজেলার পূর্ব আমুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, করলডেঙ্গা প্রজ্ঞা আলো ভাবনা কুঠির, ছত্তরপিটুয়া আর্য্যশ্রাবক সংঘ অরণ্যরাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ বছর বাংলাদেশের ২৭টি জেলায় শীতবস্ত্র বিতরণ করার পরিকল্পনার কথা জানিয়েছেন অনিরূদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান এবং বাবৌয়ুপের প্রধান পৃষ্ঠপোষক, সাবেক জেলা ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া। দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনায় রয়েছেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি সুমন বড়ুয়া বাপ্পি, সহ সাধারণ সম্পাদক অলক বড়ুয়া, প্রচার প্রকাশনা সম্পাদক নন্দন বড়ুয়া সাজু, শীতবস্ত্র বিতরণ কমিটির আহবায়ক রোটারিয়ান শিমুল কান্তি বড়ুয়া, সচিব সুমন বড়ুয়া, অর্থ সচিব সমদত্ত বড়ুয়া, প্রনব বড়ুয়া, জাতক বড়ুয়া, নিপুন বড়ুয়া, দীপংকর বড়ুয়া, রাসেল বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।