অনাথ আশ্রমে মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের আর্থিক সহায়তা

| রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

নন্দীরহাটস্থ বাসুদেব অনাথ আশ্রমে ৩৫০ জন অনাথ শিশুদের ভরণপোষণের জন্য লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের পক্ষ থেকে গত শুক্রবার আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তার চেক আশ্রমের অধ্যক্ষ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজের কাছে হস্তান্তর করা হয়। ক্লাবের সভাপতি লায়ন ফজলে করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জোন চেয়ারপার্সন লায়ন মোর্শেদুল হক চৌধুরী, লায়ন বিজয় শেখর দাশ, সেক্রেটারি লায়ন কাঞ্চন মল্লিক, ট্রেজারার লায়ন মিজানুর রহমান, লায়ন আব্দুল বারেক, লায়ন জুন টিন টান, লিও ডিস্ট্রিক্ট ট্রেজারার লিও আলভী ঈসমাইল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ রাউজান গঙ্গা মন্দিরে ৫ দিনব্যাপী শারদ মেলা
পরবর্তী নিবন্ধজুবিলী রোড মার্চেন্টস এসোসিয়েশনের সভা