অনন্যা আবাসিক থেকে যুবকের লাশ উদ্ধার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ

নগরীর অনন্যা আবাসিক এলাকার ফেদিয়া পুকুর পাড় এলাকায় এক যুবকের লাশ পাওয়া গেছে। তার নাম সোহেব রুমি প্রকাশ আলিভ। তিনি বায়েজিদের হামিদপুর এলাকার মো. ইকবালের ছেলে। গতকাল সকালে স্থানীয়রা আলিভের লাশ উদ্ধার করে।

নগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর জোন) আমিরুল ইসলাম দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ পড়ে আছে খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু এর আগেই পরিবারের লোকজন আলিভের লাশ নিয়ে যায়। তিনি বলেন, ২৫ থেকে ২৬ বছরের হবে বয়স আলিভের। তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। শুধু হাতে পোড়া বা ঘাঁ এর মতো একটু আঘাত রয়েছে। কারেন্টে শক লাগলে যেমনটা হয়ে থাকে, ওরকম। আমরা জানতে পেরেছি, আলিভের তার চুরির অভ্যাস ছিল। এ বিষয়ে তার বাবা অবগত ছিলেন। রেকর্ড খারাপ পেয়েছি আমরা। পুলিশ কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। দেখা গেছে, ফোনটি গত মঙ্গলবার রাত ১ টা পর্যন্ত সচল ছিল। পরে সেটি বন্ধ হয়ে যায়। আমরা সব বিষয় ক্ষতিয়ে দেখছি। আলিভের প্রকৃত মৃত্যু কারণ আমরা অনুসন্ধান করে দেখছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লেডিস ক্লাবের সাহিত্য সভা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে পানিতে ডুবে তরুণের মৃত্যু