অনন্যধারার অনন্য দিন

গৌতম কানুনগো | বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৬:৪৮ পূর্বাহ্ণ

অগ্রচিন্তার পাঠকের পত্রিকা ‘অনন্য ধারা’। এ পত্রিকার সম্পাদক গল্পকার রুনা তাসমিনা। সাহিত্যপ্রেমীদের পছন্দের এ পত্রিকা সাফল্যের ৩য় বছরে পর্দাপণ করলো। গত ৩১ ডিসেম্বর সপ্তডিঙ্গার কর্ণধার কবি নাফে নজরুলের আয়োজনে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ‘অনন্যধারা’র মিলনমেলা। অনন্যধারা পত্রিকায় এ পর্যন্ত প্রচ্ছদে এসেছেন পশ্চিমবঙ্গের বরেণ্য সাহিত্যিক শিক্ষাবিদ ড. পবিত্র সরকার, এ বাংলার কৃতীপুরুষ সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, ধ্রুপদী বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম, সাহিত্যিক ড. আনোয়ারা আলম, কথাসাহিত্যিক অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশ্‌শিরা, আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. প্রণব কুমার চৌধুরী, ঋদ্ধ সংস্কৃতিজন প্রফেসর রীতা দত্ত, ভাষাবিজ্ঞানী ড. মাহবুবুল হক এবং শিক্ষাবিদ ড. সেলিনা আখতার। কবি রাশেদ রউফ এর সভাপতিত্বে মিলনমেলায় উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, লেখক ও সংগীতশিল্পীরা। উপস্থিত ছিলেন প্রচ্ছদ ব্যক্তিত্ব ড. আনোয়ারা আলম, অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশ্‌শিরা, ডাঃ প্রণব কুমার চৌধুরী, . সেলিনা আখতার, অধ্যাপক রীতা দত্ত এবং আয়েশা হক শিমু। তাঁদের উপস্থিতি ঐদিনের অনুষ্ঠানকে ভিন্নমাত্রা দিয়েছে। কবিতা, গান, আবৃত্তি ও কথামালায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন কবি ওমর কায়সার, দীপক বড়ুয়া, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, নাসের রহমান, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, . আজাদ বুলবুল, এস.এম. আবদুল আজিজ, প্রতিমা দাশ, সিমলা চৌধুরী, সংগীতশিল্পী ইকবাল হায়দার, শিউলি নাথ, সৈয়দ খালেদুল আনোয়ার, লিটন কুমার চৌধুরী, ইফতেখার মারুফ, ইসমাইল জসীম, আসিফ ইকবাল, তানভীর হাসান বিপ্লব, শমিষ্ঠা চৌধুরী, জি.এম. জহির উদ্দিন, তানভীর হাসান বিপ্লব, জায়তুন্নেসা জেবুসহ আরো অনেকে। অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও আপ্যায়ন প্রশংসার দাবি রাখে। কবি নাফে নজরুল তাঁর বক্তব্যে রুনা তাসমিনার ভূয়সী প্রশংসা করেন। অনুভূতি ব্যক্ত করেন সম্পাদক রুনা তাসমিনা। তিনি বলেন, ধারাবাহিকভাবে পত্রিকাটি প্রকাশের ক্ষেত্রে যাঁরা আমাকে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। অনন্যধারাকে ভালোবেসে যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁদের সকলকে তিনি কৃতজ্ঞতা জানান। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু। উল্লেখ্য, অনন্যধারা পত্রিকাটির উপদেষ্টা হিসেবে আছেন রাশেদ রউফ, আজিজ রাহমান; ব্যবস্থাপনা সম্পাদক এম কামালউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধতোমরা যখন
পরবর্তী নিবন্ধআত্মার মৃত্যু!