এই আমি তোমাকে চাই,
সবকিছুতে কামনা–বাসনায়,
শব্দের নিঃশ্বাসে যেমন কবি ডাকে ছন্দকে,
তেমনি হৃদয় ডাকে তোমার নাম প্রতিক্ষণে।
তুমি আছো আমার অন্ধকারের প্রদীপ হয়ে,
তুমি আছো আমার নির্জনতার মধুর গোপন কথা হয়ে।
এই আমি তোমাকে চাই
আকাশের মতো বিস্তৃত, সাগরের মতো গভীরতায়।
যেন প্রতিটি রক্তকণায় তুমি ঢেউ তোলো,
যেন প্রতিটি নিশ্বাসে তুমি গেয়ে ওঠো অমৃত গান।
আমার ভাঙা সুরের একমাত্র পূর্ণতা তুমি
আমার সমস্ত না–পাওয়ার মাঝে চূড়ান্ত প্রাপ্তি তুমি।
এই আমি তোমাকে চাই
চূড়ান্ত প্রার্থনা, অনন্ত ভালোবাসায়।