অনন্ত আশা

আলেয়া আরমিন আলো | শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

তবুও

তোমার জন্যেই পরান পুড়ে

তোমারই ছায়া পড়ে ক্ষরিত অন্তরে

আকণ্ঠ বিষাদ পিয়ে আশায় বুক বাঁধি

বয়ে চলা সময়ের প্রলেপে

যদি কোনদিন ক্ষতটা যায় ভরে!

তবুও

ঘৃণার নিঃসীম সাগরে

ভালোবাসার ঝিনুকেরা

প্রেমের মুক্তো গর্ভে ধরে

উত্তাল ঢেউয়ে সাঁতার কাটতে কাটতে

যদি কোনদিন সৈকতে ভিরতে পারে!

তবুও

ভিতহীন অনাস্থার আঁধার ঘরে

অশ্রুজলে বিশ্বাসের সলতে ভেজাই

হৃদয় পোড়ানো অনলে

আস্থার দিয়া জ্বালাই

দিকভ্রান্ত পাখিটি যদি ফিরে আসে নীড়ে!

পূর্ববর্তী নিবন্ধহাঁটতে চাই হাতটা ধরে
পরবর্তী নিবন্ধঅপেশাদারী চিকিৎসা ও নিরীহ রোগীসমাজ