ঐকমত্য ও সনদ সইয়ের ‘অধ্যায় শেষ’ মন্তব্য করে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘যতটুকু ঐকমত্য হয়েছে, সনদ সই হয়েছে, ‘চ্যাপ্টার ক্লোজড, লেটস গো টু ইলেকশন’। ইলেকশনে গিয়ে জনগণের কাছে ঐকমত্যের বিষয়গুলো নিয়ে যাই। আপনাদের যদি নিজস্ব কোনো দাবিদাওয়া থাকে বা কোনো প্রোগ্রাম থাকে আগামী দিনের জন্য, দয়া করে জনগণের কাছে যান।’ গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। খবর বিডিনিউজের।
খসরু বলেন, ‘ঢাকায় বসে এইগুলো নিয়ে ঝগড়াঝাঁটি করে, সময় নষ্ট না করে, অন্যদের কাউকে বাধ্য না করে আপনি জনগণের কাছে যান। জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন। এখানে কারো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আগামী সংসদ কী করবে সেটা কোনো সরকারও সিদ্ধান্ত দিতে পারবে না, কোনো ঐকমত্য কমিশনও সিদ্ধান্ত দিতে পারবে না, কোনো রাজনৈতিক দলও সিদ্ধান্ত দিতে পারবে না। জনগণই সিদ্ধান্ত দেবে। সেজন্য প্রয়োজন জনগণের ম্যান্ডেট। তাদের নিয়ে তারপরে সংসদে এসে আপনার দাবি–দাওয়া পূরণ করেন। ঢাকায় আমরা কিছু লোক বসে সেই সিদ্ধান্ত দেওয়ার মালিকানা আমাদের কেউ দেয় নাই, সেই দায়িত্ব কাউকে দেয় নাই, এটা একটু মাথায় রেখে গণতান্ত্রিক চর্চার মধ্যে আমাদেরকে আসতে হবে।’
প্রকৌশলী কবীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় এলডিপির রেদোয়ান আহমেদ, জামায়াতে ইসলামীর এহসানুল মাহবুব জুবায়ের, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর বক্তব্য দেন।









