অধ্যাপক মিলন দত্ত

| বুধবার , ২৫ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক মিলন দত্ত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত ২১ ডিসেম্বর সকাল ১১ টায় নগরীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ওই দিন এলাকাবাসীর শ্রদ্ধা নিবেদন শেষে ফতেয়াবাদ নন্দীরহাটস্থ নিজ বাড়িতে শেষকৃত্য শেষে তাঁকে সমাধিস্থ করা হয়। প্রসঙ্গত, অধ্যাপনার পাশাপাশি তিনি চট্টগ্রাম বিজ্ঞান পরিষদের সংগঠক ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযৌতুক মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফয়েজ আহমদ চৌধুরী