শিক্ষাবিদ অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়ার হীরকজয়ন্তী উপলক্ষে সম্মাননা ও প্রকাশনা উৎসব আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। উদ্বোধক থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন চুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি উদত ঝা, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন প্রমুখ। এতে উপস্থিত থাকার জন্য উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক কুণাল বিকাশ চৌধুরী ও প্রধান সমন্বয়কারী সরিৎ চৌধুরী সাজু অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












