মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ অধ্যাপক পুলিন দে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরবর্তী সময়ে আমাদের মাঝে সাহসী প্রেরণাদাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। অন্তর থেকে তিনি সমাজবাদী ও বিপ্লবী। তাই তিনি বঙ্গবন্ধুর আদর্শকে আমৃত্যু ধারণ করে গেছেন এবং বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ স্পৃহায় সাহসী যোদ্ধা শুধু নন, রাজপথের আন্দোলনে পুরোভাগে ছিলেন। গতকাল শনিবার মহানগর আওয়ামী লীগের উদোগে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক পুলিন দে স্মরণে দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে স্মরণানুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ আ জ ম নাছির উদ্দীন, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাড. সুনীল কুমার সরকার, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শেখ মোহাম্মদ ইছহাক, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, জহুর আহমদ, মোহাম্মদ হোসেন, আব্দুল আহাদ, আবু তাহের, শহিদুল আলম, এম এ জাফর, পেয়ার মোহাম্মদ, সাইফুদ্দিন খালেদ বাহার, বেলাল আহমেদ, মোমিনুল হক, রেজাউল করিম, আবুল হাশেম বাবুল, ছৈয়দ মো. জাকারিয়া, আমিনুল হক রঞ্জু, নাজিম উদ্দিন চৌধুরী, মোজাহেরুল ইসলাম চৌধুরী, আবুল বশর, ফয়েজ উল্লাহ বাহাদুর, মিথুন বড়ুয়া, দিদারুল আলম মাসুম, জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।