সাদার্ন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলীর সহধর্মিণী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. খালেদা হানুম (৮৩) আর নেই (ইন্নালিল্লাহে…রাজিউন)। গতকাল রোববার ভোর ৪টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। গুণী এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাদার্ন ইউনিভার্সিটি পরিবার। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। এক শোকবার্তায় সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া অধ্যাপক ড. খালেদা হানুমের মৃত্যুতে চবি কলা ও মানববিদ্যা অনুষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ জানানো হয়েছে। শোক বার্তায় বলা হয়, ড. খালেদা হানুম কেবল একজন শিক্ষাবিদই ছিলেন না, ছিলেন বহুমাত্রিক লেখক। কবিতা, গল্প, ভ্রমণকাহিনী, আত্মজীবনী, প্রবন্ধ, গবেষণা, অনুবাদ সাহিত্যের বিচিত্র শাখায় ছিল তাঁর বিচরণ। রবার্ট ব্রাউনিং এবং তাঁর স্ত্রী এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং – এর জীবনীনির্ভর নাটক ‘ব্যারেটস্ অব উইম্পল্ স্ট্রিট-এর অনুবাদক ছিলেন তিনি। এছাড়াও তিনি বিশ্ব সাহিত্যের বহু বিখ্যাত ছোটগল্প ও কবিতার অনুবাদ করেন।