খ্যাতিমান চিকিৎসক, শিক্ষক ও গবেষক অধ্যাপক রিদওয়ান উর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মরহুমের আত্মার শান্তি কামনায় এবং তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মরহুমের পরিবার, শুভানুধ্যায়ী এবং তাঁর প্রতিষ্ঠিত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসসিআর–এর পক্ষ হতে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ সকালে পরিবারের পক্ষ থেকে সাতকানিয়ার কাঞ্চনা গ্রামে কোরআন খতম, দোয়া মাহফিল, দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাছাড়া কাঞ্চনা গ্রামে মরহুমের পরিবার, সহকর্মী এবং ছাত্রছাত্রীদের উদ্যোগে ওষুধসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। সিএসসিআর–এর পক্ষ হতে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে মরহুমের স্মরণে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। সেমিনারে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস শীর্ষক আলোচনায় মূখ্য আলোচক থাকবেন এশিয়া প্যাসিফিক লিগ অব এসোসিয়েশান ফর রিউমাটোলজির সাবেক সভাপতি, স্বনামধন্য চিকিৎসক ও শিক্ষক অধ্যাপক সৈয়দ আতিকুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আবুল ফয়েজ। মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাতের কামনায় সকলের দোয়া কামনা করা হয়েছে।