চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রয়াত অধ্যাপক ডা. এল এ কাদেরীর স্মরণসভা গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম। এতে তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্র ছাড়াও বিভিন্ন গণতান্ত্রিক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে পেশাজীবী হিসেবে প্রয়াত অধ্যাপক ডা. এল এ কাদেরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি তাঁর কল্যাণমুখী কাজের জন্য চির অমর হয়ে থাকবেন। চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান স্মতিচারণ করে বলেন, একজন শিক্ষক যে শিক্ষার্থীদের ভালো বন্ধু হতে পারে তাঁর দেদীপ্যমান উদাহরণ অধ্যাপক ডা. এল এ কাদেরী। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় এতে আরো স্মৃতিচারণ করেন একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. এস এম মুশতাক হোসেন, সিন্ডিকেট সদস্য ডা. শেখ শফিউল আজম, বিআইটিআইডির সহযোগী অধ্যাপক ডা. শাকিল আহমেদ ও বিআইটিআইডির উপ-পরিচালক ডা. বখতিয়ার উদ্দিন আহমেদ। এছাড়া বিআইটিআইডির সহকারী অধ্যাপক ডা. রুমানা আহমেদ, সহকারী রেজিস্ট্রার ডা. মাহিদ বিন আমিন, নির্বাহী প্রকৌশলী ফরহাদ রশীদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।