এক সপ্তাহ থেকে লাইফ সাপোর্টে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই; তার বয়স হয়েছিল ৭১ বছর। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষক গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে ইন্তেকাল করেন। এ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল হোসাইন রাতে বলেন, অধ্যাপক আরেফিন সিদ্দিককে রাত ১০টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করা হয়েছে। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
রাত পৌনে ১১টায় তার দুই ভাই আতিকুল্লাহ সিদ্দিক ও সাইফুল্লাহ সিদ্দিক হাসপাতালে জড়ো হওয়া সংবাদমাধ্যম কর্মী ও শিক্ষার্থীদের মৃত্যুর খবর জানান। আতিকুল্লাহ সিদ্দিক বলেন, শুক্রবার জুম্মার নামাজের পর পারিবারিকভাবে ধানমন্ডি ঈদগা মসজিদে জানাজা হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। খবর বিডিনিউজের।