অধ্যক্ষ নেই, চমেকের ৫০৮ শিক্ষক-কর্মচারীর বেতন আটকা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ জানুয়ারি, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

নিয়মিত অধ্যক্ষ না থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক-কর্মচারীদের গত মাসের বেতন আটকা পড়েছে। কলেজের উপাধ্যক্ষ বর্তমানে অধ্যক্ষের রুটিন দায়িত্ব পালন করছেন। রুটিন দায়িত্বে থাকলেও তিনি বেতন-বিলসহ আর্থিক সংক্রান্ত বিলে স্বাক্ষর করতে দায়িত্বপ্রাপ্ত নন। ফলে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৫০৮ জনের বেতন আটকে গেছে। গতকাল পর্যন্ত তাঁরা ডিসেম্বরের বেতন পান নি। এর মধ্যে ৩০৬ জন শিক্ষক। আর বাকি ২০২ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বলে চমেক সূত্রে জান গেছে।
জানতে চাইলে কয়েকদিনের মধ্যে এ সংক্রান্ত সমস্যার সমাধান পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন অধ্যক্ষের রুটিন দায়িত্বে থাকা উপাধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদ।
প্রসঙ্গত, চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সমপ্রতি স্বেচ্ছায় অবসরে যান কলেজের নিয়মিত অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান। এরপর থেকেই অধ্যক্ষের রুটিন দায়িত্ব পালন করে আসছেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ। তবে নিয়মিত অধ্যক্ষ হিসেবে এখনো পর্যন্ত কাউকে নিয়োগ দেয়নি মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধতাপস ও সাঈদ খোকন মুখোমুখি
পরবর্তী নিবন্ধদেশে ২৪ ঘণ্টায় ২২ মৃত্যু