সড়ক দুর্ঘটনায় আহত এক মেয়েকে সহায়তা প্রদান করেছে অধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশন। এই উদ্যোগের মাধ্যমে মেয়েটি নতুনভাবে স্বাভাবিক জীবনে ফিরতে আরো এক ধাপ এগিয়ে গেল।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. এমএ ফজল বলেন, উক্ত ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য, মানবতা নিয়ে কাজ করে থাকেন। নুরজাহান খুবই অসহায় ও দরিদ্র, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তার এক পা বিচ্ছিন্ন হয় ও দাঁতগুলো ভেঙে যায়। মানবিক দৃষ্টিতে দাঁতের সংযোজন করতে পেরে আমরা আনন্দিত।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. এমএ ফজল, মো. আবুল হাসান, ডা. মৌমিতা ধর, মো. জসীম উদ্দিন, মো. সাজারুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।