চন্দনাইশ উপজেলাধীন বরকল নিবাসী শিক্ষাবিদ অধ্যক্ষ খায়রুল বশর চৌধুরীর (রহ.) চল্লিশতম ওফাতবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল কাল সোমবার দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বরকলস্থ নিজ বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গৃহীত কর্মসূচিতে রয়েছে খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। স্মরণসভায় সভাপতিত্ব করবেন মরহুমের বড় ছেলে মুহাম্মদ আবদুল মালেক হিরু। স্মরণসভায় সকলের অংশগ্রহণ কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।