সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর কাজী মো. নূরুল হক গতকাল সকাল ১১ টায় চট্টগ্রামের একটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন। মৃত্যুকালে তিনি দুই ছেলে দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। গতকাল বাদ মাগরিব হাজী মুহাম্মদ মহসীন কলেজ মাঠে তাঁর প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। রাত দশটায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে তাঁর নিজ গ্রাম মীরসরাইয়ের মিঠানালায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হক-হোসাইন খ্যাত নব্বইয়ের দশকের জনপ্রিয় এবং বহুল পঠিত হিসাবিজ্ঞান বইয়ের তিনি অন্যতম লেখক ছিলেন। সব মিলিয়ে ৩২টি বই লিখেছেন। প্রেস বিজ্ঞপ্তি।