কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক–কর্মচারীদের কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও শিক্ষার্থীদের আন্দোলনের তৃতীয় দিন একদল বহিরাগতের হামলার ঘটনা ঘটেছে। এতে এক কলেজ শিক্ষকসহ তিনজন আহত হয়েছেন। এ নিয়ে কলেজ ক্যাম্পাসে সারাদিন ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে গতকাল মঙ্গলবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক (ওএসডি মাউশি) নাসির উদ্দিন আহমদকে চকরিয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ পদে পদায়ন করা হয়। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্বস্তি ফিরে আসে সকলের মাঝে।
জানা যায়, চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন কলেজ শিক্ষক ও কর্মচারীরা। গত রোববার থেকে এই কর্মসূচি চলে আসছে। ওইদিন রাতে শিক্ষকরা সংবাদ সম্মেলন করে বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষক ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালনকালে বহিরাগত কিছু যুবক তাদের উপর হামলা চালায়। এ সময় তাদের হামলায় কলেজ শিক্ষক ইতিহাস বিভাগের প্রভাষক প্রাণ কমল বড়ুয়া জয় (২৬) আহত হন। তাকে বাঁচাতে গিয়ে আহত হয় আরো দুই শিক্ষার্থী।
চকরিয়া সরকারি কলেজের শিক্ষক আবদুর রহিম বলেন, অযোগ্য ও দুর্নীতিপরায়ন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের পদত্যাগ দাবিতে আন্দোলনের তৃতীয় দিনে আমরা সফল হয়েছি। মঙ্গলবার মাউশির পক্ষ থেকে কলেজে একজন যোগ্য পূর্ণাঙ্গ অধ্যক্ষ পদায়িত হয়েছে। এতে আমরা আশা করছি কলেজের সার্বিক পরিবেশ ও শিক্ষার মান এগিয়ে যাবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করা হলেও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের কোনো সাড়া পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি কল ধরেননি।
অপরদিকে উপজেলার ডুলাহাজারা কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ মিছিল করে। তবে প্রশাসনের হস্তক্ষেপে কিছুক্ষণ পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যায়।