অধিনায়কত্ব করা অনেক ঝামেলার বললেন তামিম

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২১ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৬ পূর্বাহ্ণ

জয় দিয়ে শুরু করেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। চার আসর পর বিপিএলে আবার নেতৃত্ব দিচ্ছেন তিনি। প্রায় চার মাস পর মাঠে ফিরে নিজেও পেয়েছেন রানের দেখা। তবে অধিনায়কত্ব নিয়ে তার ভাবনায় বদল আসেনি। বললেন, দলকে নেতৃত্ব দেওয়া, টস করা ও অন্যান্য আনুষ্ঠানিকতা তেমন উপভোগ করেন না তিনি। রংপুর রাইডার্সের বিপক্ষে দারুণ জয়ের পর ফরচুন বরিশালের অধিনায়ক নিজেই বলেছেন এই কথা। টুর্নামেন্ট শুরুর আগে অবশ্য নেতৃত্বের ভার নিতে চাননি তামিম। মেহেদী হাসান মিরাজকে বরিশালের অধিনায়ক করার জন্য দলের মালিকপক্ষের সঙ্গে কথাও বলেন তামিম। যদিও তার এই চাওয়া পূরণ হয়নি। তখনই তিনি বলেছিলেন, বিপিএলে খেলার মাঝেই কয়েক ম্যাচে নেতৃত্বের ভার ছাড়বেন মিরাজের কাঁধে। দারুণ শুরুর পরও বদলায়নি তামিমের অবস্থান। সংবাদ সম্মেলনে অধিনায়কত্বের ব্যাপারে আরও একবার নিজের ভাবনা জানালেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ‘অধিনায়কত্ব নিয়ে আমি আগে যা বলেছিলাম, এখনও তাই আছে। ফ্র্যাঞ্চাইজি মালিকদের থেকে আমার কাছে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব দায়িত্বটা পালন করতে। হ্যাঁ, একটু ভিন্ন তো অবশ্যই লেগেছে টস করতে গিয়ে।’ ‘সত্যি বলতে আমি এই জিনিসগুলো খুব বেশি উপভোগ করি না। আমি উপভোগ করি, ওয়ার্ম আপ শেষ হবে। আরামসে বসে থাকব। ব্যাটিং হয়েছে, ফিল্ডিং হয়েছে। ওটা গিয়ে খেলব। অধিনায়ক থাকলে পেপার কাগজে স্বাক্ষর করো, টস করো, টসে কী হবে, জিতব, হারব। অনেক ঝামেলা (হাসি)।’ দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে শুরুতেই বাউন্ডারি পাওয়ায় অস্বস্তিবোধ কেটে যায় বলে জানালেন তামিম। ‘স্নায়ুচাপ তো একটু হলেও থাকে। শুরুতে বাউন্ডারি পাওয়ায় আমার কাজটা সহজ হয়ে গেছে। অনুশীলনেও আমি ভালো ব্যাটিং করছিলাম। পিকেএসপিতে আমরা যে দুই দিন ম্যাচ সিনারিওতে খেলেছি, সেটা আমাকে অনেক সাহায্য করেছে। তারপরও নার্ভ তো থাকেই। তবে যখনই আপনি শুরুতে বাউন্ডারি পাবেন, তখন একটু কমে আসে।’ ‘এটা খুবই চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়। প্রায় তিনসাড়ে তিন মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা। এর মাঝখানে সত্যি কথা বলতে আমি দুইআড়াই মাস কোনো ট্রেনিংই করিনি। শেষ দুই সপ্তাহ ধরেই যা করার যতই ম্যাচ খেলেন না কেন নার্ভ তো থাকবেই। তবে আমার কাছে মনে হয় অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে সম্ভাব্য সেরা যে শুরুটা প্রয়োজন ছিল সেটা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধসাকিবের রংপুরকে হারালো তামিমের বরিশাল
পরবর্তী নিবন্ধগাজায় প্রতি ঘণ্টায় ২ জন মা নিহত হচ্ছেন