অধিক মূল্যে পণ্য বিক্রি, স্টিলমিল কাঁচা বাজারে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ মার্চ, ২০২৫ at ১২:০৯ অপরাহ্ণ

নগরীর পতেঙ্গা থানাধীন স্টিলমিল কাঁচা বাজারে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে ছয় প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্যাহ। অভিযানে মেসার্স নূর স্টোরের মালিক মো. সালেহ নুরকে ক্রেতার কাছে ৩৫০ টাকার ২ লিটার সয়াবিন তেল ৩৬০ টাকা বিক্রি করায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৩৫০ টাকার ২ লিটারের সয়াবিন তেল ৩৭০ টাকায় বিক্রি করায় মায়ের দোয়া ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মো. বাবুলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মেসার্স ইমন স্টোরের মালিক মো. ইমনকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই কারণে কাকন মিয়ার মাংসের দোকানে ৩ হাজার টাকা, বাবুল সওদাগরের মাংসের দোকানকে ৩ হাজার টাকা এবং জাহাঙ্গীর সওদাগরের মাংসের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিবাদের বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ