অধিকার রক্ষার লড়াইয়ে জনগণকে নেমে আসতে হবে রাজপথে

ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সম্মেলনে শাহাদাত

| সোমবার , ২২ আগস্ট, ২০২২ at ৮:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে জনগণের দল বিএনপির আহ্বানে জনগণকে রাজপথে নেমে আসতে হবে। এটা কেবল বিএনপির একার ইস্যু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের মৌলিক অধিকারের প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন। তিনি গতকাল রোববার সন্ধ্যায় ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে এ ইউনিট বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রথম অধিবেশনে প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, এই সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠতে হবে। বাদে মাগরিব দ্বিতীয় অধিবেশন শুরু করে পুনর্গঠন কমিটির নেতারা। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কোতোয়ালী থানা পুনর্গঠন কমিটির টিম প্রধান এম এ আজিজের সভাপতিত্বে এবং সাংগঠনিক পুনর্গঠন টিমের সদস্য আব্দুছ সাত্তার সেলিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী, নগর বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ হালিম, পুনর্গঠন কমিটির সদস্য মাইমুনুল ইসলাম হুমায়ুন, মনোয়ারা বেগম মনি।
দ্বিতীয় অধিবেশনে পুনর্গঠন টিমের প্রধান এম এ আজিজ ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ড এ ইউনিটে রবিউল ইসলামকে সভাপতি এবং রমজান আলী সওদাগরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ইউনিট কমিটির নাম ঘোষণা করেন। এম এ আজিজ বলেন, কোতোয়ালী থানার সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউনিট কমিটি অচিরেই সম্পন্ন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫০০তম পর্বে ধারাবাহিক ‘বউ বিরোধ’
পরবর্তী নিবন্ধনগর বিএনপির সাংগঠনিক টিম পুনর্বিন্যাস