অদ্বৈত–অচ্যুত মিশন বাংলাদেশের উদ্যোগে শিব চতুর্দশীর মেলায় সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির ও কক্সবাজারের মহেশখালী আদিনাথ মন্দিরে সেবাক্যাম্প পরিচালনা করা হয়েছে। চন্দ্রনাথ মন্দির ক্যাম্পে ১০ জন চিকিৎসক ও ১৫০ জন স্বেচ্ছাসেবক এবং আদিনাথ মন্দিরে ৫ জন চিকিৎসক ও ১০০ জন স্বেচ্ছাসেবক দূর–দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ, পানীয় জল সেবা ও পাহাড় বেয়ে ওপরে উঠতে সহযোগিতা করেন। ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত দেবদীপানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে এই সেবা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অদ্বৈত–অচ্যুত মিশন, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, সাধারণ সম্পাদক হিরন্ময় ধর ও সাংগঠনিক সম্পাদক শ্যামদাশ ধর সহ অন্যান্য কর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তি।












