অদিতি সঙ্গীত নিকেতনের নৃত্য কর্মশালার সনদ বিতরণ

| মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

উত্তর কাট্টলীর সাংস্কৃতিক সংগঠন অদিতি সঙ্গীত নিকেতন নৃত্য বিভাগের উদ্যোগে ৫ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য ‘ভরতনাট্যম’ নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি আবিদা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ. . ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, নৃত্যশিল্পী সংস্থা চট্টগ্রামের সভাপতি শারমিন হোসাইন, সাধারণ সম্পাদক সঞ্চিতা দত্ত বেবী, চট্টগ্রাম সঙ্গীত মোর্চার সভাপতি কল্পনা লালা, সাধারণ সম্পাদক অধ্যাপক শিলা দাশ গুপ্তা, চট্টগ্রাম নৃত্য সংসদের সভাপতি শুভ্রা সেন গুপ্তা। বাচিক শিল্পী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ও জয়শ্রী মজুমদার জয়ার দ্বৈত সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন পাপড়ি দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রিয়া দাশ চায়না, টুনটু দাশ বিজয়। উপস্থিত ছিলেন রাখাল চন্দ্র দাশ, গিয়াস উদ্দিন জুয়েল, হাবিবুর রহমান হাবিব, আবদুল্লা আল হারুন,অপর্ণা দত্ত প্রমুখ। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে ভারত থেকে আগত নৃত্য গুরু তড়িৎ সরকারের একক শাস্ত্রীয় নৃত্য ও কর্মশালায় অংশগ্রহণকারীদের নিয়ে দলীয় নৃত্য, অদিতির আবৃত্তি সঙ্গীত, বিভাগের পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বক্তারা বলেন, অদিতি সঙ্গীত নিকেতন চট্টগ্রামে সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামীতে আরো বিভিন্ন আয়োজন করে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবে। বক্তারা সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার জন্য বিভিন্ন ওয়ার্ডে মিলনায়তন করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাহিদা বৃদ্ধির সাথে গুণগতমান রক্ষায় সচেষ্ট ডায়মন্ড সিমেন্ট
পরবর্তী নিবন্ধপণ্যের মান ও মাপ দুটোই নিশ্চিতে কাজ করছে বিএসটিআই