অদিতি সঙ্গীত নিকেতনের উচ্চতর নৃত্য কর্মশালার উদ্বোধন

| শুক্রবার , ৭ জুন, ২০২৪ at ৭:৩৮ পূর্বাহ্ণ

উত্তর কাট্টলীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অদিতি সঙ্গীত নিকেতন প্রথমবারের মতো নৃত্য বিভাগের উদ্যোগে ৫ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য ‘ভরতনাট্যম’ নৃত্য কর্মশালার উদ্বোধন করা হয়েছে। অদিতির সভাপতি ও চসিক সাবেক সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন সংগঠন ইলমার প্রধান নির্বাহী ও এডাব চট্টগ্রামের সভাপতি জেসমিন সুলতানা পারু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্মশালায় নৃত্য প্রশিক্ষক ভারতের নৃত্য গুরু তরিৎ সরকার। নৃত্য প্রশিক্ষক রিয়া দাশ চায়নার সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা টুনটু দাশ বিজয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, অপর্না দত্ত, রুমা পালিত, সুমন রায় প্রমুখ। এতে বক্তারা বলেন, গ্রামেগঞ্জে সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার যে কষ্টসাধ্য কাজ সে কাজটি অদিতি সুচারুভাবে দীর্ঘদিন ধরে সফলভাবে করে আসছে। নাচ আমরা অনেকভাবেই শিখি কিন্তু আমরা তাঁর সঠিক চর্চা করি না। চর্চা করার মধ্যেমে আমাদের বাঙালি সংস্কৃতির বিকাশ করতে হবে। কর্মশালায় ধ্রুপদ সঙ্গীত নিকেতন, ইমন সাংস্কৃতিক একাডেমী মমতার কালাচার একাডেমী, নৃত্য নিকেতনের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৫ দিনব্যাপী কর্মশালা শেষে আগামী ৯ জুন। ৫ দিনব্যাপী এই কর্মশালার শেষে জেলা শিল্পকলাএকাডেমী, চট্টগ্রাম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে কর্মশালা সম্পন্ন হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের প্রতিবাদে চবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধএম এ আজিজ জিমনেসিয়াম হলে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন কাল