‘অত্যাবশ্যক পরিষেবা বিল–২০২৩’ বাতিলের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সভাপতি এ এম নাজিম উদ্দিন। লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুউল্লাহ বাহার।
লিখিত বক্তব্যে বলা হয়, মহান মে দিবসকে সামনে রেখে জাতীয় সংসদে উত্থাপিত অত্যাবশক পরিষেবা বিল–২০২৩ শ্রমিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার পদক্ষেপ বলে আমরা মনে করি। বাংলাদেশের সংবিধানে আইএলও কনভেনশন ও আন্তর্জাতিক বিধি বিধান সবখানে শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে ধর্মঘটের অধিকারের স্বীকৃতি আছে। অতীতের সমস্ত আইনগুলোকে সংকলিত করে বাংলাদেশের শ্রম আইন ২০০৬ প্রণয়ন করা হয়েছে সেখানেও বে–আইনি ধর্মঘটের বিষয়ে নির্দিষ্ট বিধান আছে। তা সত্ত্বেও অত্যাবশ্যকীয় খাত নামে প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়ার অর্থ হলো শ্রমিকদের ওপর বিনা বাধায় নিপীড়নের অধিকার ক্ষুণ্ন করা।
এ এম নাজিম উদ্দিন ‘অত্যাবশ্যক পরিষেবা বিল–২০২৩’কে বে–আইনি দাবি করে বলেন, এ আইন বাংলাদেশের সংবিধান, জাতিসংঘের কনভেনশন ও শ্রম আইন বিরোধী। যা শ্রমজীবী মানুষের জন্য জঘন্যতম। এটি অবিলম্বে বাতিল করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। অন্যথায় শ্রমিক সমাজ জীবনের বিনিময়ে হলেও তা প্রতিহত করবে।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ–সভাপতি শফিকুর রহমান চেয়ারম্যান, শাহনেওয়াজ চৌধুরী, আব্দুল মোতালেব চৌধুরী, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, হারুন ডক, আনোয়ারুল আজিম সবুজ, শফিকুর রহমান মজুমদার, আবু বক্কর ছিদ্দিক, মোহাম্মদ রফিকুল ইসলাম, এড. ইকবাল হোসেন, নজরুল সরকার, ড. মহসিন খান তরু, মো. সিরাজ, মো. রবিউল, মো. আতিকুর রহমান, আবু হেনা চৌধুরী, রফিক উল্লাহ জসিম।