অতৃপ্ত মোহের বাণী

তানজিনা রাহী | বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৭:০৮ পূর্বাহ্ণ

কুড়িয়ে পাওয়া স্মৃতি জানান দেয়

অবজ্ঞার চরম বিষণ্ন বিবৃতি,

কেউ তো জানে না কতটুকু সময়

আজ বয়ে চলা এক শান্ত নদী।

পরতে পরতে সাজানো ছিল

সম্পর্কের গভীরে ঢালি খানি,

কেউ ভেবে নেয় পথিকের পথচলা

থমকে গেছে কাকতাড়ুয়ার মিথ্যা আবরণী

কোকিলের কুহু ডাকে মায়া জড়ানো পিছুটান,

আগন্তুক কাক না বুঝে জড়িয়ে রাখে

কুহুকেকার অজ্ঞাত সন্তান।

মান অভিমান তর্ক বিতর্ক প্রেমের লগ্নে

চলছে অবিরত অবিরাম,

ছাড় তো দেয় না তার মাঝে আমার

অনুভবের শিরোনাম।

প্রণয়ের সর্বোচ্চ শিখরে আরোহণ

করেছি দুজনায়,

ভাবছি জানাবো তাদের তুমি আমি

মিশে আছি আমাদেরই উম্মাদনায়।

পূর্ববর্তী নিবন্ধশচীনদেব বর্মণ : কিংবদন্তী কণ্ঠশিল্পী
পরবর্তী নিবন্ধসূর্যকে তো যায় না ধরা