অতুলচন্দ্র দত্ত(১৮৭৫–১৯৬৫)। একজন নীতিবাদী সুসাহিত্যিক ও আইনজীবী। তিনি ১৮৭৫ খ্রিষ্টাব্দের ১২ই এপ্রিল চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবেই তাঁর প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। বোয়াখালীর স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে তিনি পার্শ্বস্থ পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী দিব্যাপীঠ পটিয়া হাইস্কুলে ভর্তি হন (পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়)। এ স্কুল থেকেই তিনি কৃতিত্বের সাথে এন্ট্রান্স পাস করেন। এরপর চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হন।
পরবর্তীতে, তিনি আইন বিষয়ে পড়াশোনা করে নিজেকে আইন পেশায় জড়িয়ে নেন। চট্টগ্রাম জেলা জর্জ কোর্টে দীর্ঘ ৬০বছর ওকালিত করেন। ছাত্রাবস্থায় তিনি লেখালেখি শুরু করেন। বিভিন্ন সংবাদ ও পত্রিকায় তার অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলি হলো: গৃহসুখ, গৃহশিক্ষা, চাইল্ড ন্যাচার (ঈযরষফ ঘধঃঁৎব)। তিনি একজন নীতিবাদী সাহিত্যিক হিসেবেও পরিচিত। ১৯৬৫ সালের ২রা এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।