বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সহযোগিতায় রোটারি ক্লাব অব চিটাগং নর্থের আয়োজনে চট্টগ্রামের ১৫টি রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং প্রোগ্রাম (ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম রোটারি সেন্টারে উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন পিপি মুজাহিদ বিন আলম পথিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খাঁন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমান।
অতিথি বক্তা ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার রোগতত্ত্ব বিভাগের প্রধান ও রোটারি ডিস্ট্রিক্ট স্তন ক্যান্সার এওয়ারনেস কমিটির সভাপতি ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। এ সময় তিনি স্তন ক্যান্সারের প্রকোপ বেড়ে যাওয়ার নানা কারণ তুলে ধরেন। তিনি বলেন, প্রথমত এর জন্য দায়ী আমাদের জীবনযাত্রার আমূল পরিবর্তন। আমরা আজকাল প্রচুর ফাস্ট ফুড খাই, সবুজ শাকসবজি খুবই কম খাই, কম শারীরিক পরিশ্রম করি; ফলে আমরা অতিরিক্ত স্থুলতায় ভুগছি। অতিরিক্ত স্থুলতা স্তন ক্যান্সার এক অন্যতম কারণ। এছাড়াও দেরিতে বাচ্চা নেয়া। বাচ্চাকে বুকের দুধ দিতে অনীহা বা অপারগতা। ডা. মো. হাবিবুল্লাহ বলেন, প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে শতকরা ৯০-৯৫ ভাগ রোগী সুস্থ হওয়ার স্বপ্ন দেখতে পারেন। তবে ক্যান্সার প্রতিরোধের জন্য নিয়মিত স্তন ক্যান্সার পরীক্ষা জরুরি। ক্যান্সার বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ করে এ ব্যাপারে সবারই জানা উচিত। তাহলে প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়বে এবং রোগী দ্রুত সুস্থ হবে। আমাদের সশৃঙ্খল জীবনযাত্রা এবং জীবনযাত্রার কিছু পরিবর্তন হলে এ রোগের প্রকোপ অনেকাংশেই কমে আসবে। এতে আরো উপস্থিত ছিলেন এডিশনাল লেফটেন্যান্ট গভর্নর পিপি জিন্নাহ চৌধুরী, জোনাল কো-অডিনেটর পিপি মোহাম্মদ আকবর হোসেন, পিপি জাহেদা আক্তার মিতা, ডিস্ট্রিক্ট চিফ সার্জেন্ট এট আর্মস সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু, ডিস্ট্রিক অফিশিয়াল, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও রোটারিয়ান, চিকিৎসা সেবা গ্রহণকারী ১০০ জন রোগী। প্রেস বিজ্ঞপ্তি।











