অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরীর স্ত্রীর ইন্তেকাল

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নুরীর স্ত্রী সানজিদা হোসেন (৪২) গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজিউন)। তিনি স্বামী, ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে যান। গতকাল বাদ আসর পৌরসভার ভাদালিয়া ১ নম্বর ওয়ার্ডের রুহুল্লাহ্‌ পুকুর পাড় জামে মসজিদ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সানজিদা হোসেনের মৃত্যুতে সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী গভীর শোক জানিয়েছেন।

আঞ্জুমানে মুফিদুল ইসলাম শোক

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরীর সহধর্মিণী সানজিদা হোসেনে মৃত্যুতে আঞ্জুমানে মুফিদুল ইসলাম চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সহসভাপতি মোহাম্মদ ইউসুফ সর্দার, সহসভাপতি অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহসাধারণ সম্পাদক কাজী আশেকে মো. এলাহী গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধউদীচী সভাপতি বদিউর রহমানের প্রয়াণ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযান, ২ যুবকের কারাদণ্ড