অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় : পানছড়িতে প্রকৌশলীকে হেনস্তা

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিদ্যুৎ বিলের অতিরিক্ত বিলের বোঝা নিয়ে বিক্ষুব্ধ জনতা সহকারী আবাসিক প্রকৌশলী চঞ্চল মিয়াকে গণধোলাই দিয়ে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ গ্রাহকদের মিটার রিডিংয়ের চেয়ে অতিরিক্ত বিল প্রদান করা হচ্ছিল, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার টিএন্ডটি এলাকায় বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে সাধারণ গ্রাহকরা বারবার অভিযোগ জানিয়ে এলেও কোনও সমাধান না পেয়ে উত্তেজিত হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করে। একপর্যায়ে, প্রকৌশলী চঞ্চল মিয়ার সাথে বাকবিতণ্ডার পর জনতা তাকে মারধর করে এবং পুলিশের চেষ্টার পরেও উত্তেজিত জনতা তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে।

স্থানীয় গ্রাহকরা অভিযোগ করে বলেন, অবৈধ সংযোগ দিয়ে আর্থিক সুবিধা গ্রহণ করা হচ্ছে এবং সাধারণ গ্রাহকদের মিটার রিডিংয়ের অতিরিক্ত বিল দেওয়া হচ্ছে। বারবার অভিযোগ করলেও সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, নিরাপত্তাবাহিনী উত্তেজিত জনতাকে শান্ত করে। পরে, গ্রাহকদের অভিযোগ শুনে লিখিত অভিযোগ জমা দিতে পরামর্শ দেওয়া হয়েছে। সহকারী প্রকৌশলী চঞ্চল মিয়াকে শার্টের কলার ধরে লাঞ্চিত করে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া আদালত চত্বর থেকে ফের গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান নবী হোছাইন
পরবর্তী নিবন্ধশিশুদের নকল ওষুধ বিক্রি,আগ্রাবাদে ফার্মেসি সিলগালা-জরিমানা